বরিশালে পাঁচওয়াক্ত নামাজ পরে সাইকেল উপহার পেল ১৭০ শিক্ষার্থী

পবিত্র মাহে রমজান মাসে জামায়াতের সাথে পাঁচওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল উপহার পেয়েছে ১৭০ শিক্ষার্থী।
রোববার ১৭ সেপ্টেম্বর বিকেলে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শিশু,কিশোরদের হাতে আনুষ্ঠানিক ভাবে সাইকেল তুলে দেন বরিশাল সিটি কপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
সাইকেল উপহার পেয়ে আনন্দ উচ্ছাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। পাশাপাশি এধরনের আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা।
বরিশাল সিটি কপোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব হোসেন খান রমজান মাসে তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নগরীর ব্রাউনকম্পাউন্ড মসজিদে তারাবিসহ জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে সাইকেল উপহারের ঘোষনা দেন। তিনি বলেন নির্বাচন হওয়ায় যথাযথ সময়ে উপহার দিতে পারিনি তবে এ আয়োজনে যারাই নিবন্ধন করেছে সবাইকে সাইকেল উপহার দেয়া হয়েছে।
তারই অংশ হিসেবে ওই এলাকার ১৭০ জন শিক্ষার্থী রোববার সাইকেল উপহার পেলন। সাইকেলের পাশাপাশি তাদেরকে ক্রেষ্টও প্রদান করা হয়।